কলকাতা – মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার পরে এবার তাঁরই দলের প্রার্থী সূর্যকান্ত অট্টের গাড়ির উপর হামলার অভিযোগ উঠল।
বৃহস্পতিবার রাতে প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার রামাগ্রামে।
এদিন তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন। সেইমতো বেলদা থানা রামাগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন । প্রচার শেষে ফেরার পথে বিজেপির দুষ্কৃতীরা পথ আটকে গাড়ির ওপর হামলা চালায়। লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়। তাঁর সঙ্গীদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঘটনায় আহত হন এক তৃণমূল কর্মী। তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে আচমকাই বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়।