মার্কিন সংসদ ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, গুলিতে মৃত্যু
ওয়াশিংটন: অশান্ত আমেরিকা। বলা চলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে উত্তপ্ত আমেরিকার সংসদ ভবন। যার জেরে চলল গুলিও।
বুধবার আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ট্রাম্পের সমর্থকরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। এসময় পুলিশের গুলিতে মৃত্যু হয় একজনের।
ক্যাপিটলকে ট্রাম্প সমর্থকদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে, এতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায়। হলওয়েগুলো দিয়ে ট্রাম্প সমর্থকদের ছোটাছুটি ও বিভিন্ন দপ্তরে গিয়ে খোঁজাখুঁজি ও তাণ্ডবে হাঙ্গামা ও বিশৃঙ্খলার এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হয়।