চিনকে তুলোধনা ভারতের! কাশ্মীর ইস্যুতে বেজিংকে মেজাজ বুঝিয়ে দিল দিল্লি
দিল্লি: চিনের মন্তব্য কাশ্মীর প্রসঙ্গে আসতেই দিল্লি সাফ জবাবে জানিয়ে দেয় যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ ভারতের অংশ। আর তা নিয়ে যেকোনও বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর প্রভাব ভারতের বৈদেশিক সীমান্তে পড়ে না।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে , চিনের বিদেশ মন্ত্রকের তরফে কী জানানো হয়েছে কাশ্মীর নিয়ে , তা শোনা হয়েছে। এমন অবস্থায় ভারতীয় এলাকা জম্মু ও কাশ্মীর সম্পূর্ণ ভারতের নিজের এলাকা। তাই এসম্পর্কে অন্য কারোর মন্তব্য গ্রাহ্য করা হচ্ছে না।
লাদাখের পর এবার কাশ্মীরে নজর দিয়েছে চিন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে একেবারেই বেআইনি কাজ করেছে ভারত। এমনই আক্রমণ শানিয়েছে জিনপিং প্রশাসন।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, কাশ্মীরের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে চিন। কাশ্মীর নিয়ে চিনের অবস্থান স্পষ্ট।