Turtle smuggling
লড়াই ২৪ : গোপনসূত্রে খবর পেয়ে হাবরা এলাকায় অভিযান চালিয়ে ১৯২ টি কচ্ছপ উদ্ধার করল বনদপ্তর । শেষ সপ্তাহে বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে কচ্ছপ উদ্ধার করেছে জেলা বনদপ্তর। শুক্রবার ভোর রাতে উত্তর 24 পরগনা জেলার বনদপ্তর আধিকারিকরা অভিযান চালিয়ে হাবরা এলাকা থেকে ১৯২ টি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করে ।
তবে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি । এই কচ্ছপগুলি মূলত উত্তর প্রদেশ থেকে এ রাজ্যে এসেছে । কচ্ছপ গুলো খোলা বাজারে বিক্রির জন্যই নিয়ে আসা হয়েছিল বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনার ডিএফও, নিরঞ্জিতা মিত্র।
তবে এই চক্রের সাথে কে বা কারা যুক্ত আছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে বন বিভাগ । পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে এ সমস্ত বন্যপ্রাণী দের বাঁচানোর জন্য আবেদন জানান জেলার মুখ্য বন আধিকারিক ।
Turtle smuggling