নৃশংস! ১২ বছরের মুক-বধির বোনকে ধর্ষণ করে মাথা কেটে নিল তুতো দাদা
বানাসকন্ঠা: পুলিশ মেয়েটির মুন্ডহীণ দেহ উদ্ধার করেছে৷ পুলিশের ধারণা রেপ করার পর মেয়েটিকে মেরে ফেলে হয়৷ এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মেয়েটির তুতো ভাইকে গ্রেফতার করা হয়েছে৷
নাবালিকা শুক্রবার বানাসকন্ঠা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল৷ এরপর দান্তিবাড়া পুলিশ শনিবার মেয়েটির মুন্ডহীণ দেহ উদ্ধার করে৷ মেয়েটি মূক ও বধির৷ অভিযুক্ত মেয়েটিকে নিজের বাইকে বসিয়ে নিজের সঙ্গে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল৷ পুলিশের দাবি এই ব্যক্তিই মেয়েটিকে প্রথমে ধর্ষণ করে পরে তাকে খুন করে ফেলে
পুলিশের পক্ষ থেকে কুশল ওঝা শনিবার জানিয়েছেন নির্যাতিতার মৃত দেহ দন্তিবাড়া -র ভাকড় গ্রামের কাছে এক শুনশান জায়গায় পাওয়া যায়৷ ৷ তিনি বলেছেন, ‘এক নজর দেখেই মনে হয়েছে রেপ করার পর মেয়েটিকে হত্য করা হয়েছে৷ অভিযুক্ত মেয়েটির নিজের তুতো ভাই৷ শবদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে৷ রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে৷
ইতিমধ্যেই ২৫ বছরের তুতো দাদাকে আটক করেছে পুলিশ।