কেন্দ্রের আইনি রক্ষাকবচ হারাল Twitter

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Twitter: কেন্দ্রের গাইডলাইন না মানার জেরে আইনি রক্ষাকবচ হারালো টুইটার। আইটি আইনের ৭৯ নম্বর ধারায় আইনি রক্ষাকবচ পেত এই মাইক্রোব্লগিং সাইটটি। কেন্দ্র সূত্রে খবর, যেসব সোশ্যাল মিডিয়া কেন্দ্রের আইটি আইন গুলিকে এখনো পর্যন্ত মানেনি তারা মধ্যস্থতাকারী সত্ত্বা হারাবে। এবার থেকে টুইটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আওতায় যেকোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে।

ধারা ৭৯ অনুযায়ী, এতদিন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের কোনো তথ্য বা কমিউনিকেশন লিংক পোস্টের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা যেত না কিন্তু এবার থেকে তা করা যাবে। সম্প্রতি উত্তরপ্রদেশের এক বৃদ্ধকে নিগ্রহের ঘটনায় সাম্প্রদায়িক ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই যোগী প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা করেছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন….আজ থেকে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা

এর জেরেই আইনি রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে বলে খবর। গতকাল পর্যন্ত কেন্দ্রের নির্দেশ সত্ত্বেও গ্রিভান্স টুইটার অফিসার নিয়োগ করেনি বলে জানান গিয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইমেলের উত্তরে টুইটার জানিয়েছিলেন, ‘নিয়োগ সংক্রান্ত পদ্ধতি প্রতি ধাপে মন্ত্রককে জানানো হবে।’

আরও পড়ুন….রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করলেন মহুয়া মৈত্র

গত ফেব্রুয়ারিতে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়, নয়া ডিজিটাল বিধি অনুযায়ী ২৬ মে-র মধ্যে গ্রিভান্স ও কমপ্ল্যায়ান্স অফিসার নিয়োগ করার জন্য। সেই সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের নির্দেশ মতো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করছে। কিন্তু টুইটার করেনি বলে জানা গিয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment