ধোনীর টুইটার অ্যাকাউন্ট থেকে সরে গেল ‘ব্লু টিক’

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

MS Dhoni 

লড়াই ২৪ ডেস্ক:  শনিবার ক্রিকেট জগতের মহারথী এম এস ধোনীর টুইটার অ্যাকাউন্ট থেকে সরে গেল ব্লু টিক। তবে এর নেপথ্যে কোনো ব্যাখ্যা বা বক্তব্য কিছুই জারি করেনি আমেরিকান মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

টুইটারে এম এস ধোনীর শেষ টুইট করা হয়েছিল চলতি বছরের ৮ই জানুয়ারি। এরপর থেকেই মোটামুটি ভাবে নিস্ক্রিয় তাঁর অ্যাকাউন্টটি।

আরও পড়ুন…………Taliban-এর হাতে খুন আফগান সরকারের সংবাদমাধ্যম বিভাগের প্রধান

প্রসঙ্গত, টুইটার দ্বারা হওয়া এই রকম ঘটনা প্রথম নয়। এর আগেও উপরাষ্ট্রপতি ভেঙ্কাই নাইডু-র অ্যাকাউন্ট থেকে টুইটার হটাৎই ব্লু টিকা সরিয়ে নিয়েছিল। এছাড়াও জুন মাস নাগাদ আরএসএস প্রধান মোহন ভগবত-এর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ব্লু টিক।

উল্লেখ্য, টুইটারে ব্লু টিক নির্দেশ করে সেই অ্যাকাউন্টটির সত্যতাকে। অর্থাৎ ওই অ্যাকাউন্টটি মিথ্যা নয় এই নিশ্চয়তার ক্ষেত্রেই ব্যবহার করা হয় ব্লু টিক। তবে যে কেউ এটি পেতে পারে না। পাওয়ার জন্য আছে কিছু সীমাবদ্ধতা, কিছু নিয়মাবলী।

 

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment