ভিনরাজ্যে গিয়ে দুই বন্ধুর হাতে খুন হল পরিযায়ী শ্রমিক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

 

লড়াই ২৪ ডেস্ক: ব্যাঙ্ক থেকে টাকা তোলাই কাল হল তাঁর। যুবকের নাম ওশিকুল ইস্লাম(৩২)। ৩০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিল ওশিকুল। সেই বিষয়ে জানতে পারে তাঁর সঙ্গে কাজ করা দুই শ্রমিক। তৎক্ষণাৎই পরিকল্পনা হয়ে যায় টাকা হাতানোর। এরপর পরিকল্পনা মাফিক কাজ। টাকা হাতিয়ে ওশিকুল মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে তাঁকে খুন করে তাঁর দুই বন্ধু। এরপর নির্মীয়মাণ বহুতলের শৌচালয়ের মেঝেতে পুঁতে দেয় তাঁর দেহ।

কেরল পুলিশ মেঝে খুঁড়ে শ্রমিকের দেহ উদ্ধার করে। মুম্বাই থেকে একজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অপরজন পলাতক। মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা ওশিকুল, পেশায় একজন রাজমিস্ত্রি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

Read more…………..সিবিল স্কোর ৭০০-র উপরে হলে আপনার জন্য সুখবর! লোনে বিপুল ছাড় দিচ্ছে LIC

লকডাউনে কাজ হারান ওশিকুল। পেটের টানে চলে আসেন কেরলে। সেখানে কান্নুর জেলার ইরাক্কু জংশন এলাকায় কাজও জোগাড় করে নেন। এরপর সেখানেই দুই বন্ধুর হাতে খুন হল ওশিকুল। এমনকি প্রমাণ লোপাটের জন্য শৌচালয়ের মেঝেতে পুঁতে রাখা হয় তাঁর দেহ।

শুক্রবার সেই শৌচালয়ের মেঝে খুঁড়ে ওশিকুলের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওশিকুল তাঁর দুই বন্ধু গণেশ মণ্ডল ও পরেশ মণ্ডলের সঙ্গে সেখানকার একটি বহুতলে থাকছিলেন। গত ২৮ জুন থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওশিকুল। ওই সময়ের মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দেয় গণেশ ও পরেশ।

এরপর বহুদিন ছেলের খোঁজ না পেয়ে বাড়ির লোক পৌঁছয় কেরলে। সেখানে স্থানীয় থানায় মিসিং ডায়ারি করে। শুরু হয় তল্লাশি। পুলিশ প্রথমে দুই বন্ধুর খোঁজ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, “গত মঙ্গলবার মুম্বাই থেকে পরেশকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। তবে গণেশ এখনো পলাতক। পুলিশি জেরার সমস্ত দোষ স্বীকার করে নেয় পরেশ।

পুলিশকে সে জানায়, সম্প্রতি ব্যাঙ্ক থেকে ৩০ হাজার টাকা তুলেছিল ওশিকুল। সেই টাকা হাতিয়ে নিতে তাঁকে খুনের ছক কষে গণেশ ও পরেশ। তারপর ঘুমন্ত অবস্থায় ওশিকুলের মাথায় হাতুড়ির বাড়ি মেরে তাঁকে খুন করে দুই অভিযুক্ত। ঘুমের মধ্যে আচমকা মাথায় আঘাত লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওশিকুলের। তারপর তাঁর দেহ ওই বহুতলের একটি বাথরুমের মেঝেতে পুঁতে দেয় তারা। তারপর টাকা হাতিয়ে পালিয়ে যায় দু’‌জনে।

 

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment