দুই যুবতির মধ্যে প্রেম, মন্দিরেই সেরে ফেললেন বিয়ে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

two girls get married

অযোধ্যা: বলা হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে সব কিছুই ঠিক। অযোধ্যা থেকে সম্প্রতি সামনে এসেছে এমনই একটি ঘটনা। যেখানে দুই যুবতি নিজেদের মধ্যে বিয়ে করেছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জানা গিয়েছে, কানপুরের বাসিন্দা একটি মেয়ে তাঁর মাসির বাড়ি অযোধ্যাতে আসত। সেখানে সাহেবগঞ্জে অন্য এক মেয়ের প্রেমে পড়ে সে। ব্যাপারটা কেউই বুঝতে পারেননি। এরপর সম্প্রতি তাঁরা দু’জন বিয়ে করতেই ব্যাপার প্রকাশ্যে আসে।

শুক্রবার দু’জনেই অযোধ্যা কোতোয়ালি সিটিতে পুলিশকে তাঁরা জানিয়েছে, তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। ২ অগস্ট তাঁরা কানপুরের তপসভি মন্দিরে বিয়ে সেরেছেন এবং এখন স্বামী-স্ত্রী হিসেবে রয়েছেন।

যখন তাঁরা থানায় আসেন, তখন তাঁদের একজনের পড়ণে ছিল বরের পোশাক ও অন্যজনের পড়নে কনের পোশাক। কনের কপালে ছিল সিঁদুর ও হাতে মেহেন্দি। দুজনের পরিবার এই বিয়ের বিরুদ্ধে নয় বলেই পুলিশ জানিয়েছে।

two girls get married

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment