Two low intensity explosions inside Jammu air force station
লড়াই ২৪ ডেস্ক : মধ্যরাতে জম্মু বিমানঘাঁটিতে ঘটল পরপর দুটি বিস্ফোরণ|দুটি স্থানের মাঝের দূরত্ব ছিল পাঁচ মিনিটের|যদিও বিস্ফোরণের তীব্রতা ছিল কম|তবে আহত হয়েছেন ২ জন | প্রথম বিস্ফোরণটি ঘটেছিল একটি বিল্ডিং এর ছাদে|অপরটি ঘটেছিল খোলা জায়গায়|বিস্ফোরণটি রবিবার রাতে ১ টা ৪৫ নাগাদ ঘটেছে |
প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, জম্মু বিমানঘাঁটিতে দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে|কোনো যন্ত্রাদিরও ক্ষয়ক্ষতি হয়নি|এখন তদন্ত চলছে|এদিন ঘটে যাওয়া বিস্ফোরণের তদন্তের ভার দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ(NIA) কে | বিস্ফোরণটি ঘটার কিছু সময়ের মধ্যেই পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে যায় |কয়েক মিনিটের মধ্যেই তদন্তকারী আধিকারিকরা জায়গাটিকে নিজেদের আওতায় নিয়ে নেয় |
বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে বিস্ফোরকগুলি রাখা হয়েছিল বলে নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলি আশঙ্কা করছে |এএনআই সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণটি ঘটানোর জন্য দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে|এর আগেও না কি একইভাবে অস্ত্র রাখার চেষ্টা হয়েছিল|কিন্তু ড্রোনগুলি তখন রেডারে ধরা পড়েনি|
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার উপপ্রধান এয়ারমার্শাল এইচ এস অরোরার সাথে বিস্ফোরণের ঘটনা নিয়ে আলোচনা করেছেন | রাজনাথ সিং জানিয়াছেন, ঘটনাটি পর্যবেক্ষণ করতে এয়ারমার্শাল বিক্রম সিং খুব শীঘ্র জম্মুতে যাবেন |বিশেষ সূত্রে জানা গিয়েছে ,পুলিশের উর্দ্ধতন কর্তা এবং ভারতীয় বায়ুসেনার অফিসারদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে |
Two low intensity explosions inside Jammu air force station