Panihati-তে চিড়ে মেলায় মর্মান্তিক দুর্ঘটনা! মৃত ২, আহত ১৫

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Panihati পৌরসভার পরিচালনায় পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চলে পালিত হচ্ছে 506 তম দন্ড মহোৎসব। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণ আসেন এই দন্ড মহোৎসবে। এমমকি ঝাড়গ্রাম থেকেও প্রচুর ভক্তরা আসেন এই মেলায়।

লক্ষাধিক মানুষের ভিড়ে পরিপূর্ণ থাকে পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চল। তীব্র গরম ও মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় 15 জনের মতো পূর্ণার্থী। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানালেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে পৌরসভা বিধায়ক এবং পুলিশ প্রশাসন নতুন করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন বন্ধ রাখা হয়েছে মন্দিরের পুজো।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

সূত্রের দাবি, যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা মেলা প্রাঙ্গণ সংলগ্ন একটি বহুতলের বাসিন্দা। এদিন মেলা দেখতেই তাঁরা নীচে নেমেছিলেন, অত্যাধিক ভিড়ের জেরেই তাঁদের মৃত্যু হয়।

উল্লেখ্য, কোভিডের জেরে দীর্ঘ ২ বছর এই মেলা বন্ধ ছিল। আর সে কারণেই এ বছর ভিড় ছিল মাত্রাছাড়া। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment