পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যাক্তির
বাঁকুড়া: শুক্রবার সকালে রায়নার বাঁকুড়া মোড়ের কাছে বর্ধমান-আরামবাগ রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। জানা গিয়েছে এদিন সকালে বাইকে করে ক্যাটারিং-এর কাজে বর্ধমান যাচ্ছিল দুই ব্যক্তি।
আর সেই সময় রাস্তায় একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। বাইকে থাকা দু’জন ব্যাক্তি পড়ে যান এবং লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে যান।
ঘটনাস্থলে মারা যান ৫০ বছরের শেখ কিবরিয়া ও ২৬ বছরের শেখ আসাদুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
জানা গিয়েছে, মৃত দুজনের বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার, ছাতিমপুর গ্রামে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।