করোনার থেকেও ভয়ংকর রোগ, এশিয়ার এক দেশেই তীব্র আতঙ্ক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

কাজাখস্তান: এক হনুমানে রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর। করোনার মধ্যেই অজানা নিউমোনিয়ার উৎপাত। যা কিনা করোনার থেকেও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।

নয়া নিউমোনিয়ার খোঁজ মিলেছে কাজাখস্তানে। চিনের দাবি অনুযায়ী, অজানা এই নিউমোবনিয়া কোভিড-১৯ এর থেকে আরও বেশি ভয়ংকর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

এই প্রাণঘাতী ‘অজনা নিউমোনিয়া’ গোটা কাজাখস্তানে ছড়িয়ে পড়ছে। মৃত্যুহার করোনাভাইরাসের থেকে অনেকটাই বেশি। কাজাখস্তানে থাকা চিনা নাগরিকদের মারণ এই নিউমোনিয়ার কথা উল্লেখ করে, সতর্ক ও নিরাপদে থাকতে বলেছে চিন।

এখনও পর্যন্ত নয়া নিউমোনিয়ায় কাজাখস্তানে ১,৭৭২ জন মারা গিয়েছেন। এই মৃত্যুগুলি হয়েছে চলতি বছরের প্রথম ছ-মাসে। সূত্রের খবর, শুধু জুনেই ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment