যার ব্যক্তিগত প্রোফাইলে লক্ষাধিক ফলোয়ার ছিল তার সংখ্যা ১০ হাজারেরও কম। ফেসবুকে বেশিরভাগ মানুষই এ নিয়ে পোস্ট লিখছেন।
এ সময় ফলোয়ার কমে যাওয়ায় ফেসবুকে হৈচৈ পড়ে যায়। সব জায়গায় ফলোয়ার কমার কথা চলছে। ব্যাপারটা হল যে যার ব্যক্তিগত প্রোফাইলে লক্ষাধিক ফলোয়ার ছিল তার সংখ্যা কমে ১০ হাজারেরও কম। ফেসবুকে বেশিরভাগ মানুষই এ নিয়ে পোস্ট লিখছেন।
ফেসবুক অর্থাৎ মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ফলোয়ারও কোটি থেকে কমে ৯,৯৯৪-এ নেমে এসেছে। অর্থাৎ গতকাল পর্যন্ত যাদের ফলোয়ার ছিল কয়েক লাখ, কোটি বা কয়েক হাজার, আজ তাদের সব কমে এসেছে ১০ হাজারে। ফলোয়ার কমে যাওয়ার অভিযোগ করছেন ব্যবহারকারীরা। তবে ঠিক কী কারণে ফলোয়ার কমেছে তা এখনও স্পষ্ট নয়।সময়ে সময়ে ফেসবুক ১০ হাজারের নিচে
ভুয়া অ্যাকাউন্টের অভিযোগ নিয়ে এ ধরনের অ্যাকশন নিচ্ছে , যার কারণে মানুষের ফলোয়ার কমছে। তবে এবার ফলোয়ারের সংখ্যা কমছে অনেক বেশি। তার মধ্যেও বিশেষ ব্যাপার হলো, সবার ফলোয়ার কমে এসেছে ১০ হাজারে। যেমন জুকারবার্গের ক্ষেত্রে এই সংখ্যা ৪ কোটি থেকে ১০ হাজারের নিচে নেমে এসেছে।কেন ফলোয়ার কমছে এর
কারণে এটা কঠিন মনে হচ্ছে যে এটি ভুয়া অ্যাকাউন্ট ছাঁটাইয়ের ফল হতে পারে। কিছু লোক বলে যে এটা সম্ভব যে এটি ফেসবুকের একটি বাগের ফলাফল। এর আগেও বহুবার এমন হয়েছে। বিষয়টি এখনো পরিষ্কার না হলেও ফেসবুকও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।