নায়িকা হতে মুম্বই, মাত্র ১৭ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

লড়াই ২৪ : আজও একতা কপূরের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের কমলিকার চরিত্রে ঊর্বশী ঢোলাকিয়া কে দর্শক মনে রখেছেন। পর্দায় কমলিকা সব সময়ই পরিকল্পনা করতেন অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ায়। কমলিকার বাস্তব জীবন কিন্তু ছিল যথেষ্ট যন্ত্রণাদায়ক। খুব কষ্টে উপার্জন করে সংসার চালিয়েছিলেন তিনি। স্কুলে পড়ার সময় নিজের সন্তানদের মানুষ করতে পড়াশোনা ছাড়তে হয়েছিল তাঁকে।

ঊর্বশী ঢোলাকিয়া গাঢ় লিপস্টিক, কপালে কুমকুম আর বাহারি শাড়িতে সেজে যখনই পর্দায় আসতেন, ভেসে উঠত সুর— ‘ক-ম-লি-কা’! ‘কসৌটি জিন্দেগি কে’র কমলিকা চরিত্রের হাত ধরেই নজরে পড়েছিলেন তিনি। খুব ছোট বয়স থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তাঁর। মাত্র ছয় বছর বয়স থেকে ইচ্ছেডানায় ভর করে উড়তে শুরু করেছিলেন ঊর্বশী।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তাঁকে প্রথমে একটি নামী সংস্থার বিজ্ঞাপনী প্রচারে টেলিভিশনে দেখা যায়। তারপর দূরদর্শনের ধারাবাহিক ‘শ্রীকান্ত’-এ শিশু শিল্পী হিসাবে অভিনয়। আর একটু বড় হতে সুযোগ পেয়ে যান দূরদর্শনেরই অন্য একটি ধারাবাহিকে। নাম ‘দেখ ভাই দেখ’।

তারপর একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পর তাঁর উপর যে মানসিক নির্যাতন চলত, তা কোনও ভাবেই মেনে নিতে পারতেন না তিনি। এই পরিস্থিতির মধ্যেই মাত্র ১৭ বছর বয়সে ঊর্বশী যমজ সন্তানের জন্ম দেন। তিনি আর তার এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

ঊর্বশী তখন মাত্র ১৮ বছরের কিশোরী। এই বয়সে সন্তানরা পুরোদস্তুর মা-বাবার উপর নির্ভরশীল থাকে সাধারণত। অথচ ঊর্বশীর ঘাড়েই তখন দুই সন্তানের দায়িত্ব। আর তার এক বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা-বাবার কাছেই থাকতে চলে যান তিনি। তাঁর বাবাও তখন কাজ থেকে অবসর নিয়েছিলেন। এমতাবস্থায় একা বাবার উপর সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে বাড়িতে বসে থাকা সম্ভব ছিল না তাঁর। বাধ্য হয়েই দুই দুধের শিশুকে ফেলে ফের কাজ খুঁজতে শুরু করেন।

ধীরে ধীরে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। নিজের দুই ছেলের সমস্ত খরচ একা মা হয়ে বহন করেছেন। আর্থিক অনটনেও ভুগতে হয়েছে অনেক সময় তাঁকে। সে সব দিন কঠোর পরিশ্রম করে সামলেছেন একা। আর সামাজিক কটূক্তি তো ছিলই। কখনও প্রতিবাদ করেছেন, কখনও চুপ থেকে নিজের কাজ দিয়ে তাঁদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে গিয়েছেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment