নিউইয়র্ক: মে মাসের পর ফের একদিনে সর্বোচ্চ সংখ্যায় করোনার জেরে মৃত্যু দেখল আমেরিকা। মঙ্গলবার ট্রাম্পের দেশে মৃত্যু হল মোট ১২২৭ জনের। আমেরিকাতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার মানুষের।
রয়টার্সের পরিসংখ্যান মতে আমেরিকায় মে-র পরে সর্বাধিক করোনায় মৃত্যুর ঘটনা ঘটল মঙ্গলবার। পরিসংখ্যান দেখাচ্ছে, মঙ্গলবার মৃত্যু হয়েছে মোট ১২২৭ জনের। এরমধ্যে ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় মৃত্যুর হার ২৪ ঘন্টায় সবথেকে বেশি। হিসেব দেখাচ্ছে, এই দুই রাজ্যে শেষ ২৪ ঘন্টার রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছে মোট ৩৬২ জনের।
এনডিটিভি জানাচ্ছে, আমেরিকাতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫০ হাজার মানুষের। মঙ্গলবারের ৬৪ হাজার সংক্রমণের কেস ধরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪.৩৮ মিলিয়নেরও বেশি।
গত তিন সপ্তাহ ধরে আমেরিকায় টানা বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত সপ্তাহে টানা চারদিন ১০০০ এরও বেশি করে মানুষের করোনার জেরে মৃত্যু হয়েছে।