ঘরের চটচটে ময়লা পরিষ্কার করতে ব্যবহার করুন কমলালেবুর খোসা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

অনেকের কাছে ঘর পরিষ্কার করা এক ঝকমারি কাণ্ড বলে মনে হয় ।তার মধ্যে যদি বাড়িতে শিশু আর পোষ্য থাকে, তা হলে তো কথাই নেই আরও ঝামেলা শুরু হয়। ওদের দুরন্তপনায় ঘরদোর নোংরা যেমন হয়, তেমনই পরিষ্কার করতে গিয়েও বার বার বাধা আসে।

তার মধ্যে খেয়াল রাখতে হয়, যে সাবান বা ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করা হচ্ছে, সেটা আবার ওদের ক্ষতি করবে না তো।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তবে একমাত্র কমলালেবু এই সমস্যার সমাধান করে ফেলতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে ঘর পরিষ্কারের কাজ অনেকটা সামলে ফেলা যায়। পদ্ধতিটাও বেশ সহজ।

যে কোনও সাবান বা ফিনাইলেই রাসায়নিক থাকে। সেই রাসায়নিক ছোটদের তো বটেই, বড়দের শরীরেও নানা খারাপ প্রভাব ফেলে। কমলালেবু দিয়ে তৈরি ঘর-পরিষ্কারের সাবানে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। তবে শুধু কমলাই নয়, আপেল দিয়েও বানিয়ে নেওয়া যায় এ ধরনের তরল, যা পরিষ্কার রাখবে ঘর। কমলালেবুর খোসায় লিমোনিন নামের তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুটোই চটচটে ময়লা মুছতে কাজে লাগে। তা ছাড়া কাঠের সামগ্রী চকচকে রাখতেও পারে।

ব্যবহার করবেন কিভাবে?

1.প্রথমে আপনাকে একটি পাত্রে কমলার খোসা রেখে, তাতে জল ঢালতে হবে। একটি লেবুর খোসার জন্য এক চাপ জল দিতে হবে পাত্রে।

2.এ বার খোসা সমেত জলটি ফোটাতে হবে। জল ফুটে গেলে, আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখতে হবে। জল ঠান্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে-বোতলে ঢেলে নিতে হবে।

3.এরপর ওই কমলালেবুর খোসা সিদ্ধ জল কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলি মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment