পশু চিকিৎসা শিবির নিয়ে উত্তাল হাড়োয়া
উত্তর ২৪ পরগনা: পশু চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনা হাড়োয়া। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত কমপক্ষে ২৯ জন। ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে সরকারিভাবে আমফানে ক্ষতিগ্রস্থ গৃহপালিত পশুদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল বসিরহাটের মিনাখাঁ ব্লক ও হাড়োয়া সংলগ্ন আটপুকুর অঞ্চলের উচিলদহ কাছারীপাড়া গ্রামে। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা লোহার রড, গুলি ও বোমা নিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা করে। ঘটনায় তৃণমূলের ২০ জন আহত হয়েছে বলে তাদের দাবি।
অপরদিকে, বিজেপির অভিযোগ, তারা যখন শিবিরে আসেন তখন তৃণমূলের নেতা-কর্মীরা এসে তাদের বাঁধা দেন এবং বলে ক্যাম্প আমরাই করবো। তাদের বেশ কয়েকজন কর্মী ও মহিলা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে বলেও তাদের অভিযোগ।
পুলিশ জানিয়েছে, এই গ্রামে একটি পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছিল। সেটাকে কেন্দ্র করেই ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা।
এই নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসা বাঁধে, যা পরে সংঘর্ষে পরিণত হয়। লোহার রড, ইট এবং বাঁশ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ মারধরও চলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি, দুই পক্ষের তরফেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ঘটনা কি না, সেটাও দেখা হচ্ছে।