মিষ্টি কেনার জন্য গম চুরি করায় ছেলেকে উল্টো করে বেঁধে বেধড়ক মার বাবার, গায়ে গরম জল ঢালার অভিযোগ
উত্তরপ্রদেশ: মিষ্টি কেনার জন্য বাড়ি থেকে সামান্য গম চুরি করেছিল কিশোর। আর তার জেরে চরম মাশুল দিতে হল ১১ বছরের ওই কিশোরকে। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ছেলে মিষ্টি কেনার জন্য গম চুরি করেছে জানতে পেরে তাকে বেধড়ক মারধর করেছে বাবা।
নাবালককে এমন অমানবিক ভাবে মারধরের জন্য অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে। পরশু অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মেওয়ালি গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
একটি ভিডিওতে দেখা যায় এক কিশোরকে নৃশংস ভাবে মারধর করছে এক ব্যক্তি। জানা যায়, সম্পর্কে তারা বাবা-ছেলে। নিজের সন্তানকে কেউ এমন ভাবে মারতে পারে দেখে শিউরে ওঠেন পুলিশকর্মীরাও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সূত্র ধরেই কিশোরের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর ধৃতের নাম গুড্ডু খান। বয়স ৪৫ বছর। তার ছেলে গ্রামের দোকান থেকে মিষ্টি কিনবে বিলে বাড়ি থেকে সামান্য গম চুরি করেছিল।
কিন্তু তার বদলে যে এমন বেধড়ক মার জুটবে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেনি ওই কিশোর। তার নিজের বাবা তাকে মারতে মারতে প্রায় আধমড়া করে ফেলেছিল।
প্রতিবেশীদের অভিযোগ ছেলেকে উল্টো করে বেঁধে রেখে বেধড়ক মারধর করছিল গুড্ডু। কয়েকজন গ্রামবাসী তাকে থামাতে গিয়েও পারেনি। গ্রামবাসীদের অভিযোগ, মারধরের পর কিশোরের গায়ে গরম জল ঢেলে দিয়েছিল গুড্ডু।
সুস্থ স্বাভাবিক অবস্থায় একজন বাবা কী ভাবে তার ছেলের সঙ্গে এমন আচরণ করতে পারে তা দেখে শিউরে উঠেছিল গ্রামবাসীরা। গুড্ডুকে কোনও ভাবেই থামাতে না পেরে গ্রামবাসীদের কয়েকজন গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। খানিকক্ষণের মধ্যেই তা নজরে আসে পুলিশের। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে তারা।