নৃশংস! বৌদির উপর রাগে দু বছরের ভাইপো কে খুন করল পিসিরা
উত্তরপ্রদেশ: মা-বাবা ছাড়া সাধারণত আত্মীয় স্বজনদের কাছেই কোনও শিশুকে নিশ্চিন্তে রাখা যায়। কিন্তু সেই কাছের মানুষজনই যখন বিশ্বাসঘাতকতা করে তখন ভাবতেও অবাক লাগে! কিন্তু, তেমনটাই ঘটেছে উত্তরপ্রদেশে। বউদির উপরে রাগে দু’বছরের ভাইপোকে খুন করল দুই পিসি। তারপর তা লুকিয়ে রাখল আলমারিতে।
জানা গিয়েছে, ঘটনাটি গত ২৯ সেপ্টেম্বরের। ওই দিনই দুই পিসি মিলে শিশুটিকে হত্যা করে। মূলত বউদির উপর দীর্ঘদিন ধরে পুষে রাখা রাগ থেকেই নিজেদের দু’বছরের ভাইপোকে শ্বাসরোধ করে খুন করল দুই পিসি! অভিযুক্তদের নাম পিংকি এবং রিংকি। দু’জনের মধ্যে পিংকি বিবাহিত। কয়েকদিন আগেই বাপের বাড়ি এসেছিল সে। তারপরই দুই বোন মিলে এই কাণ্ড ঘটায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন শিশুটিকে প্রথমে খুন করা হয়। তারপর কম্বলের মধ্যে দেহটি জড়িয়ে তা বাড়িরই একটি আলমারির ভিতরে লুকিয়ে রাখে অভিযুক্তরা৷ এদিকে, শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয় সুরজপুর থানায় নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার৷
এরপরই তদন্তে নামে পুলিশ৷ খোঁজ শুরু হয় শিশুটির। তবে এরমধ্যেই ওইদিন রাতে বাড়ির ওই আলমারি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ শ্বাসরোধ করেই শিশুটিকে খুন করা হয়েছে বলে জানান তাঁরা৷
তারপরই দুই মহিলাকে জেরা করে পুলিশ৷ শেষপর্যন্ত জেরায় খুনের কথা স্বীকার করে নেয় দু’জনেই। জানায়, বউদি স্বপ্না তাদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করতেন৷ তাদের দাদাও বৌদির পক্ষ নিয়ে দুই বোনকে বকাবকি করতেন। বহুদিন ধরে তা সহ্য করে আসছিল তারা। শেষপর্যন্ত প্রতিশোধ নিতে ফুটফুটে ভাইপোকেই মেরে ফেলার পরিকল্পনা করে।
এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।