একই পরিবারের ৫ জনের মৃত্যু, পাওয়া গিয়েছে সুইসাইড নোট
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের বরাবাকিতে নিজের স্ত্রী ও সন্তানদের মেরে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন পরিবারের কর্তা, পুলিশ সূত্রে এখনও অব্দি এই খবর পাওয়া যাচ্ছে।
শনিবার সকালে বারাবাকিতে ৫ জনের একসাথে আত্মহত্যার খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘরের ভেতর থেকে গৃহকর্তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ অনুমান করেছে নিজের স্ত্রী ও সন্তানদের খুন করে তারপর নিজে আত্মঘাতী হন এই পরিবারের কর্তা।
ঘরের ভেতর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেটিকে এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘরের মধ্য স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে লকডাউনে কাজ হারানোর জন্য আর্থিক সংকটে পরেছিলেন তাঁরা।
আর সেই কারণেই আত্মঘাতী গোটা পরিবার। তবে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।