vaccination of all employees in wet bengal
কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। বর্তমানে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি ভাইরাসের আতঙ্ক।
এবার আতঙ্ক ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা সর্বত্র। সাধারণ মানুষও দীর্ঘ প্রায় একবছর পর ভ্যাকসিন আসায় আশার আলো দেখতে শুরু করেছে।
রাজ্যের সমস্ত কর্মচারীদের এবার করোনা টিকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সেই প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কীভাবে রাজ্যের সরকারি কর্মীরা করোনার টিকা পাবেন সেই পরিকল্পনাও ইতিমধ্যে তৈরি।
প্রসঙ্গত,সমস্ত সরকারি দফতর খুলে গিয়েছে। ভোটের মরশুমে কাজের চাপ বেড়েছে। আর তা বাড়ায় সমস্ত সরকারি দফতরে রাজ্যে সরকারি কর্মীদের উপস্থিতি ১০০ শতাংশ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে সরকারি কর্মীদের। এই অবস্থায় ফের সংক্রমণের ভয় রয়েছে। আর সেদিকে তাকিয়েই এবার রাজ্যের সরকারি কর্মচারীদের টিকাকরণ শুরু হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়।
গতকাল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্য সরকার সকল সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের প্রক্রিয়ার প্রথমধাপের কাজ শুরু হয়েছে। এর পরের ধাপে রাজ্যের সরকারি কর্মীদেরও করোনার টিকা দেওয়া হবে।
vaccination of all employees in wet bengal