চলতি বছরের শেষে মিলতে পারে ভ্যাকসিন, আশার আলো শোনাল হু

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

চলতি বছরের শেষে মিলতে পারে ভ্যাকসিন, আশার আলো শোনাল হু

নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকরা সবাই বলছেন, এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। ইতিমধ্যেই বিভিন্ন দেশে ভ্যাকসিনের ট্রায়াল জোর কদমে চলছে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

অনেক ভ্যাকসিনের ট্রায়াল তো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অবস্থায় আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংস্থার প্রধান বললেন, চলতি বছরের শেষেই করোনা ভ্যাকসিন তৈরি হয়ে যেতে পারে।

মঙ্গলবার হু-এর ডিরেক্টর টেড্রস আধানম জানিয়েছেন, আমাদের ভ্যাকসিন দরকার, এবং আশা রয়েছে যে এই বছরের শেষেই আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি।” অতিমারী সংক্রান্ত এগজিকিউটিভ বোর্ডের সঙ্গে দু’দিন ব্যাপী বৈঠক শেষে এই কথা জানান তিনি। অবশ্য এই সংক্রান্ত কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি সংস্থার প্রধান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনায় এই মুহূর্তে ন’টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিনের প্রায় ২০০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে হু। গোটা বিশ্বে এই ডোজ ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতিমধ্যেই করোনায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ভয়াবহ। এখনই ব্যবস্থা না নিলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ লাখ হতে পারে। এর বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একযোগে লড়াই করতে হবে। কিন্তু এখনও অনেক দেশ এই সংক্রমণ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment