Belgharia Nursing Home
লড়াই ২৪ : কামারহাটি তে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার ঘটনাকে কে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটলো বেলঘড়িয়া নার্সিংহোমে।
গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী রাহুল গুপ্তাকে সাগরদত্ত হাসপাতাল থেকে বেলঘড়িয়া জেনিথ নার্সিংহোম স্থানান্তরিত করা হলে সেখানে প্রাথমিক চকিৎসার পর তাকে ভর্তি না নিয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে । অভিযোগ , এতে ক্ষুব্ধ হয়ে রোগীর সঙ্গে আসা লোকেরা জেনিথ নার্সিংহোম ভাঙচুর চালায় ।
এরপর রোগীকে তাঁরা কলকাতার একটি অ্যাপোলো নার্সিং হোমে নিয়ে যায় । এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিং হোম চত্বরে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
নার্সিং হোম কতৃপক্ষের দাবি গুলি বিদ্ধ ব্যক্তির পেটে একটি গুলি আটকে আছে যেটিকে অপারেশনের মাধ্যমে করতে হবে আর সেটি গ্যস্ট্রো বিভাগের কাজ কিন্তু সেটি তাদের নার্সিং হোম নেই। তাই রোগীর ভর্তি নেওয়া হয় নি।
রোগীর আত্মীয়দের অভিযোগ “সুপার স্পেশালিটি নার্সিং হোম বলে প্রচার করে অথচ ডাক্তার থাকে না , বিনা চিকিৎসায় রোগীকে ছেড়ে দিয়েছে।
Belgharia Nursing Home