Bharati Ghosh: দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডকিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বহুদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি, তিন দিন আগে মেয়র গৌতম দেব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলেন।
ভারতী দেবী বহুদিন ধরেই টেবিল টেনিসের নিবেদিত প্রাণ ছিলেন। বহু খেলোয়ারকে তিনি তৈরি করেছিলেন, এবং বহু খেলোয়ার তার সাহায্য পেয়ে বড় হয়েছিলেন। ভারতী দেবী নিজে এত কষ্ট থাকা সত্ত্বেও দুঃস্থ টেবিল টেনিস খেলোয়াড়দের সাহায্য করে যাচ্ছিলেন। শিলিগুড়ি বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় তথা কোচ মান্তু ঘোষের কোচ তিনি। তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
মেয়র গৌতম দেব জানিয়েছেন শুধুমাত্র টেবিল টেনিস নয়, শিলিগুড়ির খেলাধুলা জগতে ভারতী ঘোষ একজন উজ্জ্বল চরিত্র। তিনি যে শুধু শিলিগুড়ি কে খেলাধুলার জগতে সামনেই নিয়ে আসেননি তিনি চেষ্টা করেছিলেন শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড়েরা যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তার খেলার ধরন, এবং শিক্ষার ধরন ছিল একেবারেই আলাদা। তার মৃত্যুতে শিলিগুড়ির ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তার খেলার মধ্য দিয়েই মানুষের মধ্যে বেঁচে থাকবেন।