পাকা রাস্তার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

পাকা রাস্তার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের

মালদা : পাকা রাস্তার দাবিতে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলো গ্রামবাসীরা। শুক্রবার দুপুর নাগাদ হাতে প্ল্যাকার্ড নিয়ে মানিকচক ব্লক দপ্তরের সামনে চালাতে থাকে বিক্ষোভ। একটাই দাবী শ্লোগান তুলতে থাকে পাকা রাস্তা করে তুলতে হবে। যদিও পরে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা দীর্ঘক্ষন কথা বলে আশ্বাস দিলে বিক্ষোভ গ্রামবাসীরা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রয়েছে পশ্চিম নারায়নপুর ও মহেন্দ্র টোলা এলাকার। এই এলাকার রাস্তা বর্তমানে চরম দুর্বিষহ অবস্থায় রয়েছে। প্রতিনিয়তঃ রাস্তার জন্য ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর। পাকা রাস্তা কবে হবে কিছুই তারা বুঝে উঠতে পারছেন না।

গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনো হেলদোল দেখাচ্ছেনা। এই অবস্থায় গ্রামবাসীরা মহিলা-পুরুষ একত্রিত হয়ে দিন একটি মিছিল করে মানিকচক ব্লক দপ্তরের সামনে এসে হাজির হয়। কয়েকশো মানুষ নিজেদের দাবী দাওয়ার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান চালাতে থাকে। অবস্থান বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লক প্রশাসনিক ভবন চত্বরে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। গ্রামবাসীদের বিক্ষোভ তুলে নিতে বলা হলে তারা নিজেদের দাবিতে অনড় থাকেন। পরে ব্লক প্রশাসনের আধিকারিকরা আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ তাদের গ্রামের প্রবেশের রাস্তার জন্য চরম দুর্ভোগে এলাকার সর্বস্তরের মানুষ। এই রাস্তা কবে হবে কারো কাছে কোন উত্তর জানা নেই। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না ফলে রাস্তাতেই হয়ে যাচ্ছে প্রসব।

দিন কয়েক আগে এক অন্তঃসত্ত্বার রাস্তাতে প্রসব হয় এবং বাচ্চাটি মারা যায়। তবুও কারোরই কোনো হেলদোল নেই। এই পরিস্থিতিতে পাকা রাস্তার দাবিতে তারা এদিন ব্লকের বিক্ষোভে সামিল হয়েছেন।

ব্লক প্রশাসনের আধিকারিকরা আশ্বাস দিলে ঘণ্টা খানেক পর বিক্ষোভ গ্রামবাসীরা। যদিও পরবর্তীতে রাস্তা না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে তাও হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment