Virat Kohli Crying Today: ২০০৩ এর পর ২০২৩। পারলেন না বিরাট কোহলি , রোহিত শর্মারা। অজিদের কাছে ফাইনালে হেরে ছলছল চোখে মাঠ ছাড়লেন ভারতীয় তারকারা। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই হাহাকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।
অশ্রুনয়নেই মাঠ ছাড়লেন ভারতের পরাজিত নায়ক রোহিত শর্মা। পূর্বসূরী সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তাঁকেও খালি হাতেই ফিরতে হল বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চ থেকে।
আরও পড়ুন – Janhvi Kapoor: টাইট পোশাক থেকে উঁকি মারছে শরীর, শর্ট ড্রেসে বেকায়দায় জাহ্ণবী কাপুর
বিরাট কোহলি জিতলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার। কিন্তু, হাসিমুখে সে ট্রফি নিতে পারলেন না বিরাট কোহলি। কোনওমতে কান্না চেপে ক্যামেরার সামনে পোজ দিলেন কিং কোহলি। কান্না নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকেও।
কষ্ট চেপে হাসিমুখে অভিনন্দন জানালেন অজি ক্রিকেটারদের। বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা তখনও কাটিয়ে উঠতে পারছে না টিম ইন্ডিয়া।
কোহলির সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন কোহলিকে। Virat Kohli Crying Today