নয়াদিল্লি: এবার বিরাট পরিবারে খুশির খবর। মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর জানিয়েছেন বিরাট ও অনুষ্কা। আইপিএল শুরুর আগে কোহলি সুখবর জানালেন ভক্তদের।
ছবিতে কালো পোলকা ডটেড ড্রেসে গ্লো করছেন অনুষ্কা। কিছুদিন আগেই একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে উঠেছিল অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। সেই সময়ে খবরটি ধামাচাপা পড়ে গেলেও এবার আর কোনও দ্বিধার প্রশ্নই নেই।
বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম ও ট্যুইটারে অনুষ্কা শর্মার সঙ্গ ছবি পোস্ট করে কিং কোহলি লিখেছেন, “আমরা শীঘ্রই তিন হতে চলেছি।” নতুন সদস্য আসছে একুশের জানুয়ারিতে।
উল্লেখ্য, এর আগে বারেবারেইব সামনে এসেছে অনুষ্কার মা হওয়ার খবর। কিন্তু সে সবই ছিল গুঞ্জন। তবে এবার আর তেমন কোনও সম্ভাবনা না।
২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাঁদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই স্পটলাইট-এর নিচে ছিল। সেলেব্রিটি কাপল হিসাবে তাঁদের জনপ্রিয়া আকাশছোঁয়া।