উৎসবের শেষে ভাইরাসের সংক্রমণ-সুনামির আশঙ্কা! মণ্ডপে ভিড় রুখতে মুখ্যমন্ত্রী কে আর্জি চিকিৎসকদের

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

উৎসবের শেষে ভাইরাসের সংক্রমণ-সুনামির আশঙ্কা! মণ্ডপে ভিড় রুখতে মুখ্যমন্ত্রী কে আর্জি চিকিৎসকদের

কলকাতা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন বাজারে পূজোর কেনাকাটায় ভিড় লেগেছে। সভা সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক দল। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই পরিস্থিতিতে গত কয়েক দিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

দুর্গা পুজোর পরে সংক্রমণে বৃদ্ধি সুনামি রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। অন্যান্য বছরের মতোই এবছরও সেই ভীড় চোখে পড়ছে, কোথাও করোনার জন্য ভয় নজরে পড়ছে না।

রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপারে কড়া হাতে ভীড় নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন। ওনামের পর যেভাবে কেরল ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই একই হাল হতে পারে বাংলারও। মহারাষ্ট্রেও গণেশ চতুর্থীর পর প্রবল হারে ছড়িয়ে ছিল সংক্রমণ। তাই পুজোর পরে যাতে একই পরিস্থিতি না হয়, তার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

৭ অক্টোবর এই চিঠি পাঠানো হয়েছে। আবেদন জানানো হয় যেন প্রশাসন পুজোর বাজারের তথাকথিত ভিড় নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে মহালয়া ও বিশ্বকর্মা পুজোর। জানানো হয়েছে এই দিনের পরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আচমকা বেড়ে যায়। একদিনেই এই পরিস্থিতি হলে, পুজোর পাঁচদিন ও তার আগে মাসখানেক ধরে পুজোর বাজার করার পর কী পরিস্থিতি হবে, তা যেন ভেবে দেখেন মুখ্যমন্ত্রী।

সংক্রমণের সুনামি আসতে চলেছে বলে উল্লেখ করে চিকিৎসকরা বলেন, কোনও ভাবেই করোনাকে আর ভয় পাচ্ছেন না মানুষ। নয়তো এভাবে ভিড় করে পুজোর বাজার করতে পারতেন না। এই মুহুর্তে দুটি নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। পুজো প্যান্ডালে ভিড় করা থেকে বিরত থাকতে হবে, দ্বিতীয়ত বাড়ির বাইরে বেরোবেন না।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment