লড়াই ২৪ ডেস্ক: বুধবার পদত্যাগ করলেন Vodafone Idea Limited-এর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। বুধবার বোর্ড তার ইস্তফা পত্র গ্রহণ করে। দেনা লোকসানে জর্জরিত Vodafone Idea-র অবস্থা কতটা সংকটে, তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কে এম বিড়লার পদত্যাগ।
স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে Vodafone Idea জানিয়েছে, আদিত্য বিড়লা গ্রুপের হিমাংশু কাপানিয়া তাঁর পদ গ্রহণ করবে। আদিত্য বিড়লা গ্রুপেরই প্রধান আর্থিক আধিকারিক সুশীল আগরওয়ালকে সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর করা হবে।
আরও পড়ুন……….খালি পায়ে বন্যা দুর্গতদের পাশে দেব, তাঁর মানবিকতার সামনে নতজানু নেটদুনিয়া
সংস্থাকে বাঁচানর সমস্ত চেষ্টা করেছেন তিনি। কিন্তু শেষ অবধি আর পারলেন না। জুন মাসে Vodafone Idea Limited-এর সম্পূর্ণ মালিকানা সরকারের হাতে করে দেওয়া প্রস্তাব দেন তিনি। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি লেখেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, ভি-এ আর টাকা বিনিয়োগ তাঁর পক্ষে সম্ভব নয়।
এর আগে বিনিয়োগকারী খুজেছিলেন কিন্তু দেনা লোকসানে জর্জরিত থাকায় সেরকম কাউকে পান নি। অগত্যা নিজেদের অংশীদারিত্বের স্টক বিক্রি করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়।