আরজিকর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভার ও তাঁর চেম্বার আরজিকর মামলায় নির্যাতিতার পরিবারের পক্ষে লড়াই থেকে সরে দাঁড়ালেন। তাঁরা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং ট্রায়াল কোর্টে মামলাটি পরিচালনা করছিলেন। যদিও তাঁরা বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছিলেন, নির্দিষ্ট কিছু কারণের জন্য তাঁরা আর মামলাটি পরিচালনা করবেন না বলে জানিয়েছেন।

 

তবে কেন তাঁরা সরে দাঁড়ালেন, তা এখনও পুরোপুরি পরিস্কার নয়। চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের এই সিদ্ধান্তে রাজ্য সরকার, পুলিশ বা সিবিআইয়ের কোনও ভূমিকা নেই। আদালতে তাঁরা সরে দাঁড়ানোর জন্য আনুষ্ঠানিক আবেদনও করেছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

এ বিষয়ে বৃন্দা গ্রোভারের চেম্বার থেকে আরও জানানো হয়, নির্যাতিতার পরিবারের পক্ষে তাঁরা আর আইনি প্রতিনিধিত্ব করবেন না। ট্রায়াল কোর্টেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, নির্যাতিতার পরিবারকে সহায়তা করতে সুপ্রিম কোর্ট থেকে স্থানীয় আদালত পর্যন্ত তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে পরিস্থিতি বদলে যাওয়ায় এবং নির্দিষ্ট কিছু কারণে তাঁরা আর এই মামলায় যুক্ত থাকছেন না। তাঁদের সরে দাঁড়ানো নিয়ে নানা জল্পনা তৈরি হলেও মূল কারণ এখনও অস্পষ্ট।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment