Weather Forecast
কলকাতা: ইয়াস বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে পাড়ি দিলেও সম্পূর্ণরূপে কমেনি বাংলায় তার প্রভাব। ইয়াসের জেরে সৃষ্টি হয়ে গেছে গভীর নিম্নচাপ। যার ফলে আজও খানিক সম্ভবনা রয়েছে বৃষ্টিপাতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। রোদ বেরোলেও তা বেশিক্ষণের জন্য স্থায়িত্ব নেবে না। তবে বেলা বাড়লে সম্ভবনা আছে দুর্যোগ কাটার। বৃহস্পতিবার থেকে দফায় দফায় চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট।
বাংলার আকাশে কালো মেঘের ছায়া, হতে পারে বৃষ্টিপাত
তবে বৃষ্টি থামলেও কাটেনি দুর্যোগ। কলকাতার একাধিক এলাকা হয়ে উঠেছে জলমগ্ন। মুক্তারামবাবু স্ট্রিট এখনো জলমগ্ন। দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। তবে এরই মধ্যে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে এলাকার বাসিন্দাদের সমস্যা আরও বাড়বে বৈ কমবে না। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, শুক্রবার কালো মেঘের দেখা মিলতে পারে শহরের আকাশে। হতে পারে খানিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে এই ইয়াসের জেরে গরম থেকে রেহাই পাওয়া গেছে অনেকটা। ইয়াসের আগে বিগত কয়েকদিন আগুনে জ্বলছিল গোটা শহর সহ পার্শ্ববর্তী জেলাগুলি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Weather Forecast