Weather Forecast
লড়াই ২৪ ডেস্ক: এই কয়েক সপ্তাহে বারংবার বৃষ্টির শিকার রাজ্য। কয়েক দফায় বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। যা গত ১৪ বছরে হয়নি। যার জেরে জলমগ্ন কলকাতার বহু বাড়ি, রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর ইত্যাদি। এতো কিছুর পর ফের একবার দানা বাঁধছে গভীর নিম্নচাপ। যার জেরে রবিবার থেকেই ভারী বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি দেখা যাবে।
Read more………….এক নয়া উচ্চতায় সেনসেক্স, গড়লো ইতিহাস
গত কয়েকদিনের বৃষ্টির পর এখন কিছুটা শান্ত পরিবেশ। তবে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। এখনই নেই নিস্তার। এদিন, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি-ভোগান্তি চলবে বেশ কয়েকদিন। মায়ানমার উপকূলের ঘূর্ণাবাত উত্তরপূর্ব বঙ্গোপসাগরে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সাধারণ নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা।
গভীর নিম্নচাপের জেরে সপ্তাহান্তে দেখা যাবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভবনা। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জুড়ে দেখা যেতে পারে অতিবৃষ্টি। সেই কারণে আবহাওয়া দফতর সূত্রে, মৎস্যজীবীদের জানানো হয়েছে সতর্কতা। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জানিয়েছে হাওয়া অফিস।