শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Weather Forecast

লড়াই ২৪ ডেস্ক: নেই বৃষ্টির হাত থেকে নিস্তার। সপ্তাহ শেষে নাকি ফের একবার ভাসতে পারে কলকাতা। পরপর তিনটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে নিজেদের। যার জেরে ভাসতে পারে কলকাতা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টির জেরে একেবারে জলমগ্ন কলকাতা। রাস্তাঘাৎ, রেললাইন, এমনকি বাদ পড়েনি বিমানবন্দরও। বুধবার রাতেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়। এদিনও রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে  আজ ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে কলকাতায় আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

Read more…………….অতিবৃষ্টির জেরে বালি ব্রিজে ধস, ধীর গতিতে চলছে যান

এদিন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, সপ্তাহের শেষের দিকে ফের একবার ভাসতে পারে দক্ষিণবঙ্গ। মায়ানমারের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবাতের জেরে শনিবার থেকেই ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এমনিতেই ঝাড়খন্ডে যথারীতি একটি নিম্নচাপ রয়েছে। পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। সব মিলিয়ে সপ্তাহ শেষে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। একটানা বৃষ্টির জেরে নদীগুলির জলস্তরও বেশ খানিকটা বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির শিকার হবে দক্ষিণবঙ্গ। দেখা যেতে পারে, ভারী বজ্রপাত। মৎসজীবীদের এখন থেকেই সতর্কতা জারি করেছে অফিস। এছাড়াও, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment