Weather Forecast
লড়াই ২৪ ডেস্ক: অবশেষে আজ ৪ দিন বাদ অনেকটা পরিস্কার আকাশ। কিছু কিছু জায়গায় উঠেছে খানিক রোদ। ঝড়, জল, দুর্যোগ কাটিয়ে সাময়িকভাবে পরিবেশ শান্ত থাকলেও বিপদ কাটেনি এখনও, জানাচ্ছে আবহাওয়া দফতর।
গত রবিবার থেকে এক টানা বৃষ্টিতে ভিজেছে শহর। আর যার জেরে রীতিমতো বানভাসি কলকাতা। জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন রাস্তা, রেললাইন ও বিমানবন্দর। তবে দুর্যোগ কাটিয়ে মঙ্গলবার থেকে কিছুটা শান্ত পরিবেশ। কিন্তু এই শান্তি যে ঠিক কতক্ষণের তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা।
Read more…………২০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠলো সোনু সুদের বিরুদ্ধে
এদিন আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, আগামী শনিবার পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত তৈরি হওয়ার সম্ভবনা আছে। যা নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিক নাগাদ অগ্রসর হবে এবং ওড়িশার উপকূলে পৌঁছবে। এর জেরে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শুরু হবে বৃষ্টিপাত।
এদিকে আজ আবার কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ভারী বৃষ্টির সম্ভবনা নেই। তবে বৃহস্পতিবার কিছুটা উন্নতি আসবে আবহাওয়ায়।