Rain in Kolkata
লড়াই ২৪ ডেস্ক: নিম্নচাপ কেটেছে। গত কয়েকদিনে অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় জলে টলমল কলকাতা ও দক্ষিণবঙ্গ। শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। তবে এখনো কাটেনি শঙ্কা। সম্ভবনা আছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের। মাঝে মধ্যেই তুলো মেঘ এসে ঢাকছে আকাশ।
কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় আছে। সেই কারণেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। হতে পারে বজ্রপাতও।
অপরদিকে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত। ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। ফলে বজায় রাখতে হবে সতর্কতা।
আরও পড়ুন………….আজ খানিকটা কমলো সংক্রমণ
বুধ-বৃহস্পতি মিলিয়ে বৃষ্টিপাতে ভেসেছে শহর ও শহরতলী। জল যন্ত্রণায় কাবু মানুষজন। এই অবস্থায় আবার জানা গিয়েছে, অতিরিক্ত জল ছাড়বে দুর্গাপুর ব্যারেজ। শুক্রবার ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। এদিন সকালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১ লক্ষ ২৮ হাজার ৬৭৫ কিউসেক। এভাবে অতিরিক্ত জল ছাড়তে থাকলে শঙ্কা আছে বন্যার।
Rain in Kolkata