West Bengal Assembly Election
কলকাতা:শুরু হয়েছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। আজ ভোট গ্রহণ হচ্ছে চার জেলায়।এরমধ্যে রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা।
বাঁকুড়া : এই জেলার মোট ৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ আজ। এরমধ্যে রয়েছে বাঁকুড়া, ওন্দা, তালড্যাংরা, বড়জোড়া, বিষ্ণুপুর, কতোলপুর, ইন্দাস, সোনামুখী।
পূর্ব মেদিনীপুর: তমলুক, ময়না, পাশকুড়া পূর্ব, পাশকুড়া পশ্চিম, মহিষাদল, হলদিয়া, নন্দকুমার, নন্দীগ্রাম, চন্ডিপুর।
পশ্চিম মেদিনীপুর : খড়গপুর সদর, সবং, পিংলা, ডেবলা, দাসপুর, ঘাটাল, নারায়নগড়, চন্দ্রোকোনা, কেশপুর।
দক্ষিণ ২৪ পরগনা: গোসবা, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ।
West Bengal Assembly Election