প্রকোপ কমলেই সম্পূর্ণও হবে বকেয়া ৬টি বিধানসভা নির্বাচন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

West Bengal Assembly Election

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার ৬টি বিধানসভা কেন্দ্রে বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়েছেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। টুইটারে সেই ট্রেন্ডিং দেখা যাচ্ছে বারবার। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রকোপ কমলেই পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা কেন্দ্রে বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও রাজ্যসভায় যে ক’টি আসন খালি আছে সেগুলিরও ভোট শেষ করতে চাইছে। আর এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন…রাজস্থানের থর মরুভূমিতে মিলল পৃথিবীর বৃহত্তম হস্তচিত্র!

প্রসঙ্গত, দীনেশ ত্রিবেদী ইস্তফা সাংসদ পদ থেকে দিয়েছেন।একুশের বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগ করেন মানস ভুঁইয়া। পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া এই দু’টি রাজ্যসভার আসনে নতুন প্রার্থী নির্বাচিত হওয়ার কথা।

কেন্দ্রের মোদি সরকার এখন নির্বাচন করাতে কিছুটা গড়িমসি করছে।কারণ এগুলিতেও তাঁরা হারবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।তৃণমূল কংগ্রেসের বক্তব্য,”রাজ্যসভার ভোট আমজনতার নয়। ভোট দেবেন বিধায়করাই এবং তা হবে বিধানসভা ভবনের ভিতর।”

সুতরাং শারীরিক দূরত্ব বজায় রেখে নির্বাচন করতে অসুবিধা হওয়ার কথা নয়।

 

West Bengal Assembly Election

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment