মুখের আকাল, বঙ্গ বিজেপিকে আর কত সামলাবেন মোদী-শাহরা
লড়াই ২৪ ডেস্ক: চেষ্টা চরিত্র কিছু কম হয়নি। কিন্তু শেষমেশ সূত্রের খবর বলছে আপাতত রাজনীতির আঙিনায় নামতে নারাজ সৌরভ গাঙ্গুলি। একবার না বারেবারে ‘দাদা’ র কাছে প্রস্তাব এলেও তাতে নাই করেছেন ক্যালকাটা প্রিন্স। এখন আর এক ‘দাদা’ মিঠুন চক্রবর্তী কী করেন তা দেখার। কিন্তু এত সাধ্য সাধনা কেন?
কারণটা যে খুব একটা দুর্বোধ্য, তা নয় বোধহয়। বিজেপি লোকসভা ভোটে বেআহ কিছু আসন জিতে রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখা শুরু করলেও, এরাজ্যে তাঁদের মুখ কোথায়? সেই মোদী-শাহ জুটিকেই ভরসা করতে হচ্ছে বঙ্গ বিজেপির। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে লড়বেন, এমন নেতা বিজেপিতে খুব একটা কই?
নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট: পুরনো ফর্মেই লড়বেন মমতা
এখন বঙ্গ বিজেপি যাদের কাঁধে ভরসার হাত রাখছে, তাঁদের বহু নেতাই একসময় ঘাসফুলের ‘সম্পদ’ ছিল। ফলে খোদ মুখ্যমন্ত্রীর সমানে সমানে টক্কর দেওয়া তাঁদের পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে।
শুভেন্দু আছেন। দিলীপ ঘোষও আছেন। বঙ্গ বিজেপিতে আর তেমন মুখ কই? কিন্তু রাজ্য থাক, শুভেন্দু’র গড়েই মানুষ আজ দু ভাগে বিভক্ত। দিলীপ বাবুর “গরুর দুধে সোনা’র মতো ‘আবিষ্কার’ এর জেরে মানুষ যে তাঁকেও খুব একটা সাদর আপ্যায়ন করে মুখ্যমন্ত্রী বানাবেন, তেমনটা হয়তো হবে না।
সিপিএমের প্রার্থী তালিকায় চমক, নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার সম্ভাবনা
বিজেপি কি এসব জানে না? নিশ্চয় জানে। আর সে কারণেই মোদী-শাহ’র ওপর ভর দিয়েই এই ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে তাঁরা। সৌরভকে পেলে হয়তো কিছুটা দারুণ রকম শক্তি বাড়ত পদ্ম শিবিরের। কিন্তু আপাতত সে জল্পনায় জল। তাহলে মুখ কই, বঙ্গ বিজেপিতে। মোদী শাহ ম্যাজিকেই কী সম্ভব হবে মমতাকে মাত দেওয়া? উত্তরটা সময় বলবে।