কেন কর্মী বিক্ষোভ, দিল্লি গেলেন বঙ্গ বিজেপি নেতারা
নয়াদিল্লি: নির্বাচনের আগে বিক্ষোভের কাঁটায় বিদ্ধ বঙ্গ বিজেপি। আর তাই কেন বিক্ষোভ ও কী করে তা সামাল দেওয়া যায়, সেই উপায় খুঁজতে বঙ্গ বিজেপির মুখদের তলব পড়েছিল দিল্লিতে। অমিত শাহ ডেকে পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়ের মতো নেতাদের।
সেই মতো মঙ্গলবার রাতেই কলকাতা এয়ারপোর্ট থেকে উড়ে গেলন দিলীপরা। বুধবার এই নিয়ে শাহের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।
উল্লেখ্য, প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে নাজেহাল বঙ্গ বিজেপির নেতারা। হেস্টিংস-এর ভবনের সামনে সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কর্মীদের সেখান থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বলে অভিযোগ। এক পুলিশ কর্মীর মাথা ইট মেরে ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি। অন্যদিকে পুলিশ ৮ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।