কলকাতা: রাজ্যের আকাশে করোনার কালো ছায়া অনেক আগেই ঘনিয়ে এসেছে। তবে এবার উদ্বেগ বাড়ছে রাজধানী শহর কলকাতার। রাজ্যের মৃত্যু তালিকায় একেবারে শীর্ষে মহানগরী কলকাতা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১১ জন। যার মধ্যে ৭ জন কলকাতারই বাসিন্দা।
অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩৯১ বেড়ে দাঁড়াল ১২হাজার ৩০০। উল্লেখ্য, শেষ একদিনে রাজ্যে আক্রান্তদের মধ্যে ১৪৩জনই কলকাতার বাসিন্দা। যা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে সুদিন অপেক্ষায় দিন গুনছে কলকাতা বাসী।
তবে স্বস্তির বার্তা ,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৫ জন। অর্থ্যাৎ রাজ্যে এযাবৎ মোট করোনা জয় করেছেন ৬৫৩৩ জন। ফলে রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৬১।