কলকাতা: রাজ্যের আকাশে করোনার কালো ছায়া অনেক আগেই ঘনিয়ে এসেছে। এখন শুধু একের পর এক রেকর্ড ভেঙে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫২১ জন। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,৭১১।
অন্যদিকে থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১৩ বেড়ে দাঁড়াল ৬২৯। এর পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা জয় করে বাড়ি ফিরলেন ২৫৪ জন। ফলে এযাবৎ করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১০,৭৮৯। অর্থাৎ রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ৫,২৯৩ জন।
গতকাল, শুক্রবার বুলেটিনে দেখা গিয়েছিল রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪২ জন। সেটাই ছিল এ পর্যন্ত সর্বাধিক বৃদ্ধি। শনিবারের বুলেটিনে সেই সংখ্যাকে না টপকালেও গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০-র বেশি মানুষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।