কলকাতা: পর পর রাজ্যে আক্রান্তের সংখ্যা রেকর্ড ভেঙে বেড়ে চলেছে। দিনে দিনে রাজ্যের পরিস্থিতি হয়ে উঠছে খুবই সংকটজনক। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪৪৯ জন। যা এযাবৎ সর্বাধিক। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,১০৭।
থেমে না থাকা মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় ১৩ বেড়ে দাঁড়াল ৩২৪। তবে স্বস্তির বার্তা শেষ একদিনে রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৪ জন। ফলে এযাবৎ রাজ্যে করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৩,৩০৩।
এছাড়াও রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যভবনের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে একদিনে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৯৭৮৬টি। ফলে মোট টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৭১ হাজার ৭৪।
এদিকে রাজ্যের আক্রান্তের নিরিখে মহানগরী কলকাতার অবস্থা সবথেকে সংকটজনক। সাথে মৃতের সংখ্যার নিরিখেও কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক। শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ১৩ জন মৃতের মধ্যে ৭জনই কলকাতার।