Covid Restrictions
লড়াই ২৪ ডেস্ক: ৩১-এ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। এদিন নবান্নে এমনটাই ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন তৃতীয় ঢেউের কথা মাথায় রেখে এই সিধান্ত নেওয়া হয়েছে বলেই মতামত তাঁর। তবে রাত্রিকালীন কার্ফুতে আনা হয়েছে কিছু পরিবর্তন। এতদিন রাত ৯টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকতো কার্ফু। এবার সেই সময়সীমায় আনা হল কিছু সামান্য পরিবর্তন। এবার থেকে রাত ৯টার পরিবর্তে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই জারি করা হয়েছে এই বিধিনিষেধ। আসন্ন তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য। তিনি আর বলেন, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরাও। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখাটাই আমাদের কাছে প্রাধান্য পাবে। এক্ষেত্রে কোনোভাবেই রাশ আলগা করা যাবে না। তবে ৫০% দর্শক নিয়ে খোলা যেতে পারে সিনেমা হল ও স্টেডিয়াম।
আরও পড়ুন………..সম্পর্কের একঘেয়েমি থেকে মুক্তি কীভাবে, রইল টিপস
এদিন তিনি আর জানান, রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে চলছে মিথ্যা প্রচার। দৈনিক সংক্রমণের গ্রাফ রাজ্যে অনেক কম। জোর কদমে চলছে টিকাকরণ। এখনো অবধি টিকা পেয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ মানুষ।