লড়াই ২৪ ডেস্ক: দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে এই প্রকল্প। চলতি মাসে রাজ্যের ১৫ শতাংশ রেশন দোকানে দুয়ারে রেশন পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। খাদ্য দফতর সূত্রে খবর, ধাপে ধাপে তা বাড়ানো হবে। সেই কারণেই জেলাগুলিতে গাইডলাইন পাঠিয়েছে খাদ্য দফতর। প্রকল্প বাস্তবায়িত করতে একটি রূপরেখা রেশন ডিলারদের প্রদান করে দিয়েছে খাদ্য দফতর।
জেনে নিন কী কী বলা হয়েছে গাইডলাইনে:
গাইডলাইনে উল্লেখ করা হয়েছে, প্রথমে রেশন ডিলারদের নিজের এলাকার ভৌগলিক অবস্থান ছাড়াও কত সংখ্যক উপভোক্তা রয়েছেন, সেটি ছক করতে হবে। তারপর বিবেচনা করে এক দুজন কর্মীকে নিয়ে ভাড়া গাড়িতে করে উপভোক্তাদের বাড়িতে রেশন পৌঁছে দেবেন।
আরও পড়ুন…………..সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা
উপভোক্তাদের প্রাপ্য পরিমাণ অনুযায়ী তাঁদের ই-পস যন্ত্রের মাধ্যমে যথাযথভাবে বায়োমেট্রিক হওয়ার পরেই রেশনের খাদ্যদ্রব্য বিতরণ করতে হবে। গ্রাহকদের সমস্ত খাদ্যশস্য একবারই দিতে হবে। পরিবারের যে কোনো একজন সদস্যের বায়োমেট্রিক হলেই প্রকল্পের অধীনে থাকা পরিবারের সকলেই তাঁদের খাদ্যশস্য পেয়ে যাবে। রেশন সরবরাহের দিন যদি কোনো উপভক্তা বাড়িতে না থাকেন, তাহলে সেক্ষেত্রে যেদিন রেশন দোকান খোলা থাকবে তাঁকে সেই দিন তাঁর খাদ্যশস্য সংগ্রহ করে নিতে হবে।
সেক্ষেত্রে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের নির্ধারিত দিনেই রেশন দোকান খোলা থাকবে। এছাড়াও, যেদিন রেশন বাড়িতে দেওয়ার দিন নির্ধারিত করা হবে, সেদিন গ্রাহক নিজেদের ডোরস্টেপেই ডেলিভারি পাবেন। এক্ষেত্রে যদি কোনো এলাকার মোবাইল নেটওয়ার্ক কাজ না করে। তাহলে রেশন ডিলারকে ই-পস মেশিনে বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডারদের সিম নিতে হবে।
রেশন ডিলারদেরই খতিয়ে দেখতে হবে যে, নির্দিষ্ট এলাকায় কোন সংস্থার ইন্টারনেট পরিষেবা ভাল কাজ করছে। এক্ষেত্রে দুয়ারে রেশন প্রকল্পের অধীনে খাদ্যশস্য বিতরণের কাজ করার জন্য রেশন ডিলারদের প্রাপ্য কমিশন রাজ্য সরকার বিবেচনা করবে।
এছাড়াও এই গাইডলাইনে আরও বলা হয়েছে, দুয়ারে রেশন প্রকল্পে খাদ্যশস্য বাড়ি বাড়ি সরবরাহ করার জন্য রেশন ডিলারদের ডেলিভারির জন্য গাড়ি কিনতে ভর্তুকি দেবে রাজ্য সরকার। এই বিষয়ে যথাসময়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।
এছাড়াও, প্রত্যেকটি এলাকাকে একাধিক ক্লাসটারে ভাগ করা হবে। প্রত্যেক ক্লাসটারে রেশন বিতরণে জন্য প্রত্যেক সপ্তাহে সিধান্ত করা হবে একটি নির্দিষ্ট দিন। সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দুয়ারে রেশন প্রকল্প চলবে। শনিবার রেশনের দোকান থেকে গ্রাহককে রেশন সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে যারা কোনও জরুরি কারণে বাড়িতে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না, তাঁরা ওইদিন রেশন দোকানে গিয়ে তা সংগ্রহ করতে পারবেন।