বাসন্তী: ফণী ধাক্কা দিয়েছিল সুন্দরবনে। ক্ষতি হয়েছিল বিস্তর। দু সপ্তাহ আগের ঝড় আম্ফানের ক্ষেত্রেও গল্পটা একই। সুপার সাইক্লোন আম্ফানের দাপটে বিরাট ক্ষয় ক্ষতি হয়েছে সুন্দরবনে। এবার সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের দিকে নজর দিল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগাবে সরকার৷ আঘামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকেই এই কাজ শুরু করা হবে৷ এক থেকে দেড় মাসের মধ্যেই এই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷
‘সুন্দরবনের সৌন্দর্য ম্যানগ্রোভ। আমরা ধ্বংসের পরিবর্তে সৃষ্টি চাই। সবুজ কখনও অবুঝ হয় না।’ আজ নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে আগে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।