West Bengal Rain Update: বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আরও খবর পড়ুন – শীতকালে ত্বকের জন্য এই তিন ধরনের তেল খুব জরুরি, এভাবেই করুন চামড়া যত্ন
উত্তরবঙ্গে সপ্তাহের শেষে সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে। বাড়তে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপাত্রা।
তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ- পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাই ডেকে আনছে রাজ্যে বজ্রগর্ভ মেঘকে। বলা হচ্ছে , বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালি হাওয়ার সঙ্গে মিশছে, আর তা পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে এসে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। এই মেঘ থেকেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বহু জায়গায় বর্ষণের পূর্বাভাস রয়েছে।