দুর্গাপুজোর আগে লোকাল ট্রেন চলার সম্ভাবনা কী আছে? কি বলছে রেল কর্তৃপক্ষ জানুন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

দুর্গাপুজোর আগে লোকাল ট্রেন চলার সম্ভাবনা কী আছে? কি বলছে রেল কর্তৃপক্ষ জানুন

কলকাতা: আর কিছুদিন পর দুর্গাপুজো। অনেকেই বলছেন আগের মত ভিড় আর দেখা যাবে না মণ্ডপে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় ঠাকুর দেখতে যেতেন লোকাল ট্রেনে করে। কিন্তু এখনও চালু হয়নি লোকাল ট্রেন।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

দুর্গাপুজোর আবহে, বেশ কিছু স্পেশাল ট্রেন চালু হলেও, এখনও লোকাল ট্রেন চালু হয়নি। সম্প্রতি লোকাল ট্রেন চালু করার দাবি আরও জোরদার হচ্ছে। লোকাল ট্রেন চালু না হওয়ায়, নিত্য যাত্রীরা স্পেশাল ট্রেনে উঠতে চেয়ে স্টেশনে স্টেশনে অবরোধ- বিক্ষোভও দেখানো হয়েছে।

এই পরিস্থিতিতে, বাংলার লোকাল ট্রেন চালু করতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন, বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। এক সর্ব ভারতীয় সংবাদসংস্থা সূত্রের খবর, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত চিঠিতে লিখেছেন, বাংলায় যতো দ্রুত সম্ভব লোকাল ট্রেন চালু করতে এবং সেই সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ গ্রহণ করুক রেলমন্ত্রক।

তবে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা এবং সামাজিক দূরত্ববিধি বাধ্যতামূলক করার পক্ষেও কথা বলেছেন বিজেপি সাংসদ।এদিকে স্পেশাল ট্রেনগুলিতে, যেখানে সরকারি এবং রেলের অফিস যাত্রীদের জন্য চলছে, তাতে সাধারণ যাত্রীদের ওঠা নিষিদ্ধ। সেক্ষেত্রে একমাত্র ভরসা অফিস যাত্রীদের বাস।

পুজোর আগে ট্রেন চালু হবে কিনা প্রশ্নের উত্তরে হাওড়া ডিআরএম ইশাক খানের বক্তব্য তাদের লোকাল ট্রেন চালাতে কোন অসুবিধা নেই। তবে তার জন্য রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। রাজ্য সরকারের অনুমতি না পেলে লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। লোকাল ট্রেন চালুর ব্যাপারে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে করোনা বিধি মেনে কতটা সংক্রমণ রোধ সম্ভব তা নিয়ে সংশয় আছে মানুষের মধ্যে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment