কলকাতা: কলকাতা: দীর্ঘ আনলকের পর রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা রুখতে এবার নয়া পদক্ষেপ ভেবেছে রাজ্য সরকার। সপ্তাহে ২ দিন করে লকডাউন। ভাইরাসের চেন ভাঙতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য। লকডাউনের প্রথম দিন আজ, বৃহস্পতিবার।
সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যে জারি থাকছে লকডাউন। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন পরিষেবা থাকছে বন্ধ-
- সরকারি-বেসরকারি অফিস, পরিবহণ ব্যবস্থা সহ সমস্ত কিছুই বন্ধ থাকবে পুরোপুরি।
- লকডাউনের ঘোষিত দিনগুলিতে বাংলায় বন্ধ থাকবে পোষ্ট অফিস৷ বন্ধ রাখা হবে ব্যাংকও৷
- পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকবে আগের মতোই।