social media new rules
দিল্লি: বুধবার থেকে জারি হয়ে গেল কেন্দ্রের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতি। এবার এই নীতিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল্লি হাইকোর্টের কাছে দারস্থ হল হোয়াটসঅ্যাপ।
তাদের এক মুখপাত্রের দাবী, মেসেজিং অ্যাপে চ্যাট ট্রেস করা হল প্রতিটি মেসেজের ফিঙ্গার প্রিন্ট রাখার সমান। এটিতে বিঘ্নিত হবে জনগণের গোপনীয়তা। বিঘ্নিত হবে এন্ড টু এন্ড এনক্রিপশনের বিধিগুলি।
বলিউড নৃত্যশিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার
তিনি জানান, এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা বজায় রাখবেন তারা। এর কোনো সুরাহা করতে বের করা যায় কি না সেই বিষয়ে খতিয়ে দেখবে তারা। ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা করা জরুরী।
রয়টার্স সূত্রে খবর, এই নয়া আইটি নীতির মধ্যে একটি নিয়মকে ভারতীয় সংবিধানের ব্যাক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের বিরোধী নীতি হিসাবে চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের ২১ নম্বর ধারায় বলা হয়েছে, জীবনের অধিকারের মতোই নিজের ব্যাক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। সংস্থার দাবী, এই নীতি মানতে হলে প্রতিটি মেসেজের ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট রাখতে হবে। ফলে এন্ড টু এন্ড এনক্রিপশন বিঘ্নিত হবে।
social media new rules